ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে সেনা বহরে বোমা হামলায় নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, মে ২৭, ২০১৫
ইরাকে সেনা বহরে বোমা হামলায় নিহত ৫৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ফালুজায় সামরিক বাহিনীর গাড়িবহরে জঙ্গিদের দফায় দফায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন লোক।

নিহতদের মধ্যে অন্তত ১৭ জন সৈন্য রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

অস্থিতিশীল আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ শহরটির প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এই হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দোষারোপ করছে নিরাপত্তা বাহিনী।

বাগদাদ ও তৎসংলগ্ন এলাকায় দায়িত্বরত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী যখন প্রাদেশিক রাজধানী রামাদি পুনর্দখলে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এ সিরিজ বোমা হামলা চালানো হলো।

এই হামলা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর জন্য বড় আঘাত হয়ে থাকছে বলেও উল্লেখ করছেন কোনো কোনো সংবাদকর্মী।

ইরাকি সরকারের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান ইবরাহীম বলেন, হামলায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৭ সৈন্য থাকার কথা নিশ্চিত হওয়া গেছে।

মুসলিম প্রধান শহর রামাদি পুনর্দখলে নিরাপত্তা বাহিনী যখন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই এ হামলা চালানো হলো বলে জানান এ সেনা কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।