ঢাকা: একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে হিমালয় কণ্যা নেপাল। শুক্রবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশটিতে ৪ বা তার চেয়ে খানিকটা বেশি মাত্রার ভূমিকম্পে তিনবার কেঁপে ওঠে দেশটি।
ভোর সোয়া পাঁচটায় ৪.২ মাত্রার ভূমিকম্পের পর সাড়ে আটটার দিকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে নেপালে। এর আগে রাত ১২টা ৩৭ মিনিটে ৪.২ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে।
এদিকে, গত ২৫ এপ্রিল দেশটিতে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর এখন পর্যন্ত রিখটার স্কেলে ৪ বা এর বেশি ২৮৭টি পরাঘাত (আফটার শক) আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এছাড়া গত ১২ মে দেশটিতে ৭.৩ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই দু’টি বড় ভূমিকম্পে দেশটিতে নয় হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আর আহত হয়েছেন একুশ হাজারের বেশি।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৫
জেডএস