ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলাস্কায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আলাস্কায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত শুক্রবার (২৯ মে) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ভোর ৭টায় এবং বাংলাদেশ সময় দুপুর ১টায় আঘাত হানা ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ছিল আলাস্কা উপসাগরের দ্বীপ চিরিকফের ৯৮ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ভূগর্ভের ৫৫ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

মার্কিন সংবাদমাধ্যম আরও জানায়, এ ভূমিকম্পের পর আলাস্কা উপকূলে কোনো সুনামি সতর্কতা জারি করেনি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কা কেন্দ্র। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদফতর থেকেও এ ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তৎক্ষণাৎ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।