ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সায়সুয়ান প্রদেশের একটি হাসপাতালে এক শরীরে দুইমাথা বিশিষ্ট জমজ শিশুর জন্ম হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। খবর ফক্স নিউজ অনলাইনের।
চীনের সায়সুয়ান প্রদেশের ‘সুইনিং সিটি সেন্ট্রাল হাসপাতালে’ গত বৃহস্পতিবার এই জমজ কন্যা শিশুর জন্ম হয় বলে জানান হাসপাতালের সেবিকা ওয়াং।
ওয়াং মঙ্গলবার বলেন, শিশুটির মা-বাবা কৃষক তারা প্রথমে তাদের সন্তানকে নিতে চাননি। কারণ তারা ভয়ে ছিলেন যে তারা তাদের সন্তানকে বাঁচাতে পারবেন কিনা। তিনি বলেন, জমজ শিশুটিকে চঙ্কুয়িং শহরের একটি ভালো হাসপাতালে বিশেষজ্ঞদের নিকট পরীক্ষা নিরিক্ষা করার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় পত্রিকা ‘হুয়াক্সি মেট্রপলিস ডেইলি’তে বলা হয়েছে জন্মের সময় জমজ শিশুর ওজন ছিল নয় পাউ- বা প্রায় চার কেজি এবং লম্বায় ছিল ২০ ইঞ্চি বা ৫১ সেন্টিমিটার। তাদের পৃথক দুটি মেরুদ-, দুটি পৃথক খাদ্যনালী এবং অন্যান্য অঙ্গগুলো তারা ভাগাভাগি করে নিয়েছে। ডাক্তাররা বলছেন তাদের পৃথক করা একেবারেই অসম্ভব।
এর পূর্বে ২০০৯ সালের জুলাইতে জসহুয়া এবং জয়দিন নামের দুই জমজ শিশুর জন্ম হয় তাদেরও শরীর ছিল একটি এবং মাথা ছিল দুইটি। তাছাড়া আমেরিকায় জমজ অ্যাবিজেইল এবং ব্রিটেনি হেনসিল শিশুদ্বয় একইভাবে জন্মগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ১০, ২০১১