ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পৃথক দুই হামলায় ইরাকে সেনাসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
রোববার (৩১ মে) দেশটির আল আনবার প্রদেশে ফাল্লুজা ও রামাদিতে আত্মঘাতী বোমা ও রকেট হামলা চালায় আইএস।
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, ফাল্লুজা শহরের কাছে এক সেনা সদর দফতরের সামনে আটটি আত্মগাতী গাড়ি বোমা হামলা চালায় আইএস জঙ্গিরা। এছাড়া মিসাইলও ছোঁড়া হয় এসময়। এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
এদিকে, আল আনবার প্রদেশের রাজধানী রামাদিতে আইএসের অপর এক রকেট হামলায় ১৩ সেনা নিহত হয়েছে। রামাদিতে হাব্বানিয়া বিমান ঘাঁটিতে এ হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদামাধ্যম।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
আরএইচ