ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল সফর করবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুন ১, ২০১৫
ইসরায়েল সফর করবেন মোদি

ঢাকা: ইসরায়েল সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনক্ষণ ঠিক না হলেও প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে চলতি বছরই ইহুদী দেশটি সফর করবেন তিনি।



ভারতের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সোমবার (১ জুন) এ খবর জানিয়েছে।

সুষমা জানান, মোদির সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে, দু’পক্ষের আলোচনা ও মতৈক্যের ভিত্তিতে দিনক্ষণ ঠিক হবে।

চলতি বছর সুষমা ফিলিস্তিন ও জর্দান সফরের পাশাপাশি ইসরায়েলও সফর করবেন। ওই সফরেই তিনি মোদির তেলআবিবে যাওয়ার বিষয়ে আলোচনা করবেন বলে জানান।

মোদির ইসরায়েল সফরের প্রসঙ্গে এলেও ভারতের ফিলিস্তিন নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলেও সাফ জানিয়ে দেন সুষমা।

১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর ১৯৯২ সালে দেশটির সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ভারত। ওই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর সম্প্রতি দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা দারুণ পর্যায়ে পৌঁছেছে।

২০০৩ সালে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশটির প্রথম কোনো শীর্ষ নেতা হিসেবে ভারত সফরে আসেন। তার ওই সফরের মধ্য দিয়ে নামমাত্র কূটনৈতিক সম্পর্কে থাকা দু’দেশকে আজকের এই প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগীর জায়গায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।