ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় সংঘর্ষে নিহত অর্ধ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুন ১, ২০১৫
সোমালিয়ায় সংঘর্ষে নিহত অর্ধ শতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ায় স্থানীয়দের সঙ্গে ইথিওপিয়ার লিয়ু পুলিশের সংঘর্ষে অর্ধ শতাধিক লোক নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক লোক বলে জানিয়েছে সোমালীয় কর্তৃপক্ষ।



সোমবার (০১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, সোমালিয়ায় ইথিওপিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোয় হতাহতের এ ঘটনাগুলো ঘটেছে।

সোমালিয়ার গুলগাদুদ অঞ্চলের গভর্নর হুসেইন উইহেলিয়ে সাংবাদিকদের বলেন, ইথিওপিয়ার লিয়ু পুলিশ গ্রামগুলোতে বেসামরিক লোকের ওপর হামলা শুরু করে প্রথমে। তারা নির্বাচারে গ্রামবাসীদের হত্যা করতে থাকে।

তিনি বলেন, সোমালীয় সরকার হামলার বিষয়টি অবগত আছে। ইথিওপীয় সরকার ও সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন বাহিনীকে (এএমআইএসওএম) লিয়ু পুলিশের এ আগ্রাসনের কথা জানানো হয়েছে।

লিয়ু পুলিশ ইথিওপিয়ার আধাসামরিক বাহিনীর একটি সশস্ত্র ইউনিট, যা সোমালিয়ায় ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় সক্রিয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।