ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর থেকে ২ হাজারের বেশি অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জুন ৭, ২০১৫
ভূমধ্যসাগর থেকে ২ হাজারের বেশি অভিবাসী উদ্ধার

ঢাকা: ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টাকালে লিবিয়ার উপকূল থেকে দুই হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

ব্রিটেন, ইতালি, আয়ারল্যান্ড ও জার্মানির কয়েকটি যুদ্ধজাহাজ ও কোস্ট গার্ডের টহল জাহাজ এ উদ্ধার অভিযান পরিচালনা করে।



রোববার (০৭ জুন) এ বিপুল সংখ্যক অভিবাসীকে উদ্ধার করা হয়। উদ্ধার এসব অভিবাসীর মধ্যে নারী ও শিশু রয়েছে।

ব্রিটিশ নৌজাহাজ দ্য এইচএমএস বুলওয়ার্ক উদ্ধারকাজ ও উদ্ধারপরবর্তী সহায়তা প্রদানে লিবিয়ার উপকূলের উদ্দেশে যাত্রা করেছে।

সাগরে ভাসমান এসব অভিবাসীদের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি উদ্ধারকাজে অংশ নেওয়‍া বিভিন্ন বাহিনী।

তবে এ ঘটনায় আরও অভিবাসী উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে ব্রিটিশ নৌজাহাজ বুলওয়ার্ক থেকে জানানো হয়েছে।

২০১৪ সাল জুড়ে এক লাখ সত্তর হাজার অভিবাসী ইতালির উপকূলে উদ্ধার হয়। চলতি বছরে এ সংখ্যা বেড়ে যেতে পারে বলে ধারণা করছে ইতালি সরকার।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৫/ আপডেট: ০৯৫৪ ঘণ্টা
আইএ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।