ঢাকা: পাকিস্তানে আফগানিস্তান সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছে।
সোমবার (০৮ জুন) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বিবৃতিতে বলা হয়, ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলে উপজাতীয় এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনাটি ঘটে। রাতভর এ সংঘর্ষে ৭ সেনা ও অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে।
পাক সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, জঙ্গিদের একজন সেনাসদস্যদের ওপর আত্মঘাতী হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
গত বছর জুন থেকে উত্তর ওয়াজিরিস্তানে স্থানীয় ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে পাক সেনাবাহিনী। এই এলাকা এক সময় পাকিস্তান তালেবানের ঘাঁটি বলে পরিচিত ছিল।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আরএইচ