ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে আবারো ড্রোন হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, মে ১২, ২০১১
পাকিস্তানে আবারো ড্রোন হামলা, নিহত ৭

মিরানশাহ: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় কমপক্ষে ৭ জনের প্রাণহানী ঘটেছে। নিহতরা সবাই সন্দেহভাজন জঙ্গি।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

২ মে অ্যাবোটাবাদে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার পর আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা পাকিস্তানের আদিবাসী এলাকায় এটি তৃতীয় হামলা।

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, দাতা খেল এলাকায় একটি পিক আপ ভ্যান লক্ষ্য করে মার্কিন চালক বিহীন বিমান থেকে দুটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়।

একটি অসমর্থিত গোয়েন্দা সূত্রে জানা গেছে, নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে। এদের মধ্যে বিদেশি জঙ্গিরাও রয়েছে। তারা আফগান তালেবান, উজবেক অথবা আল কায়েদা জঙ্গি হতে পারে।

এর আগে একই ধরনের হামলায় গত মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তিানে ৭ জন এবং শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে ৮ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।