ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দশ মাসে সিরিয়ায় মার্কিন নেতৃত্বে বিমান হামলায় নিহত দেড়শ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুন ৮, ২০১৫
দশ মাসে সিরিয়ায় মার্কিন নেতৃত্বে বিমান হামলায় নিহত দেড়শ’ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গত দশ মাসে সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি দমনে মার্কিন নেতৃত্বে যৌথবাহিনীর বিমান হামলায় প্রায় দেড়শ’ বেসামরিক লোক নিহত হয়েছে।

সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষন সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’য়ের বরাত দিয়ে সোমবার (০৮ জুন) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



মানবাধিকার সংস্থাটি জানায়, ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অঙ্গসংগঠনগুলোর ঘাঁটি বলে পরিচিত আলেপ্পো প্রদেশে সোমবারও এক বিমান হামলা পরিচালিত হয়েছে। এঘটনায় পাঁচ বছরের এক শিশুসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে।

এক বিবৃতিতে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, এই তিনজনের মৃত্যুতে সিরিয়ায় মার্কিন নেতৃত্বে বিমান হামলায় বেসামরিক লোক নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ালো একশ’ ৪৮ জনে। এদের মধ্যে ৪৮ জন শিশু ও ৩২ জন নারী।

তবে বরাবরের মতো এবারও পেন্টাগন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আইএটি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।