ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এইচএসবিসি’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ৯, ২০১৫
২৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এইচএসবিসি’র

ঢাকা: খরচ কমানো ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী পঁচিশ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ইউরোপের সর্ববৃহৎ ব্যাংক এইচএসবিসি। এর ফলে আগামী দুই বছরে প্রতিষ্ঠানটির পাঁচশ’ কোটি টাকা খরচ কমবে।



ছাঁটাইয়ের এ সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর দশ শতাংশ বলে জানা গেছে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, খরচ কমানো ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে ছাঁটাইয়ের সিদ্ধান্তে শুধুমাত্র যুক্তরাজ্যেই আট হাজার কর্মী চাকরি হারাবেন।

যুক্তরাজ্যে ব্যাংকটির ৪৮ হাজার কর্মীর মধ্যে খুচরা ও ইনভেস্টমেন্ট ব্যাকিং উভয় খাত থেকেই এ ছাঁটাই হবে। তবে আর কোন কোন জায়গা থেকে, কী সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ সিদ্ধান্তের পাশাপাশি তুরস্ক ও ব্রাজিলে ব্যবসা গুটিয়ে আনার কথা জানিয়েছে ব্যাংকটি।  

ব্যাংকটির চিফ এক্সিকিউটিভ স্টুয়ার্ট বলেন, পরিবর্তনের অংশ হিসেবেই এ উদ্যোগ। তবে আগামী দশকে এশিয়া বাণিজ্যের মূল কেন্দ্র হবে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বব্যাপী বর্তমানে আড়াই লাখের বেশি কর্মী রয়েছে ব্যাংকটির। এর আগে ২০১১ সালেও বিশ্বব্যাপী চল্লিশ হাজার কর্মী ছাঁটাই করে এইচএসবিসি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।