ঢাকা: লাতিন আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
বুধবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫২ মিনিটে) দেশটির উত্তরাঞ্চলীয় বন্দর নগরী আন্তোফাগাস্তার আড়াইশ’ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে এটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া, এ ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতার কথাও জানায়নি সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এইচএ/