ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাজপেয়ীর কাছে বাংলাদেশের সম্মাননা পৌঁছালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ১১, ২০১৫
বাজপেয়ীর কাছে বাংলাদেশের সম্মাননা পৌঁছালেন মোদি ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ পৌঁছে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১১ জুন) নয়াদিল্লিতে বাজপেয়ীর বাসভবনে গিয়ে তার পালিত কন্যা নমিতা ভট্টাচার্যের হাতে এ সম্মাননা তুলে দেন মোদি।



এ সম্মাননা হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও নমিতার স্বামী রঞ্জন ভট্টাচার্য।  

দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।

বাজপেয়ীর কাছে সম্মাননা পৌঁছে দেওয়ার পর ‍মোদি তার টুইটার বার্তায় বলেন, অটল জি কে দেখতে গিয়েছি এবং তার পরিবারের কাছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পৌঁছে দিয়েছি। ’

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে রাজনীতিবিদ হিসেবে অসামান্য ভূমিকা রাখার জন্য বাজপেয়ীকে এ সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সফরে এলে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।