ঢাকা: ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী (এইচআরডি) স্মৃতি ইরানির ডিগ্রি আসল কিনা তা যাচাইয়ের দাবি জানিয়েছে আম আদমি পার্টি (এএপি)।
শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এ দাবি করেন।
এদিকে, আম আদমি পার্টির এক মন্ত্রীর সনদ জাল অভিযোগ উত্থাপনের পর তিনি তার পদ থেকে পদত্যাগ করেন এবং পুলিশ তাকে আটক করে।
এরপর থেকে আম আদমি পার্টি সতর্ক অবস্থান নেওয়ার পাশাপাশি বিজেপি নেতা ও মন্ত্রীর বিরুদ্ধেও শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ উত্থাপন করলো।
সংবাদ সম্মেলনে সঞ্জয় সিং স্মৃতি ইরানির পাশাপাশি মানবসম্পদ প্রতিমন্ত্রী রাম শঙ্কর কাথেরার বিরুদ্ধেও অভিযোগ উত্থাপন করেন। তার সনদ আসল কিনা তা তদন্তের দাবি জানান।
আম আদমি পার্টির সদস্য তোমারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গুঞ্জন শুরু হয়েছে, হয়ত তোমারকে অপসারণ করতে পারে আম আদমি পার্টি।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এবি