ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৬ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পাঞ্জাবে অ্যামোনিয়াবাহী একটি গ্যাস ট্যাংকার ছিদ্র হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও শতাধিক।

অসুস্থ সবাই শ্বাসজনিত সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুন) পাঞ্জাবের লুধিয়ানা জেলায় দোরাহা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জেলা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

দোরাহা পুলিশের এসএইচও রাজনিশ কুমার সুদ জানান, দোরাহা বাইপাস সড়কে ফ্লাইওভারের নিচে আটকে গেলে গ্যাস ট্যাংকারটি ছিদ্র হয়ে চারপাশে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় শ্বাস রোধ হয়ে ছয়জনের মৃত্যু হয়। এছাড়া গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক লোক।

নিহতদের মরদেহ উদ্ধার করে লুধিয়ানায় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সঙ্গে অসুস্থদের লুধিয়ানা, খান্না ও দোরাহার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজনিশ কুমার সুদ।

তিনি আরও জানান, গুজরাটে নিবন্ধিত ট্যাংকারটি লুধিয়ানা থেকে বেরিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।