ঢাকা: গাজার সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে মিশর। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো খোলা হল সীমান্তটি।
স্থানীয় সময় শনিবার (১৩ জুন) সকালে সীমান্ত খুলে দেওয়া হয় বলে গাজা সীমান্তের প্রধান মাহের আবু মুসা সাবা’র বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তবে রাফাহ সীমান্ত শুধুমাত্র তিনদিনের জন্যই খোলা হয়েছে বলে জানান তিনি। এই সময়ের মধ্যে সীমান্তের উভয় দিকের ফিলিস্তিনি নাগরিক যাতায়াত করতে পারবেন।
গাজার বাইরে যেতে এই অঞ্চলে প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি আবেদন করেছেন বলে জানান আবু মুসা সাবা।
রাফাহই গাজার একমাত্র সীমান্ত, যা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন নয়। ২০০৭ সালে হামাস এই অঞ্চলের নিয়ন্ত্রণ দখলে নিলে সীমান্তটি বন্ধ করে দেয় মিশর। ২০১৩ সালে সেনাবাহিনী মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়।
এর আগে চলতি বছর মে মাসে পাঁচদিনের জন্য একবার সীমান্তটি খুলে দিয়েছিল মিশর।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আরএইচ