ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

উইপোকা কাটল কোটি রুপি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, মে ১৩, ২০১১
উইপোকা কাটল কোটি রুপি!

লক্ষ্ণৌ: উত্তর ভারতের একটি ব্যাংকের ইস্পাত নির্মিত সিন্দুকে রক্ষিত এক কোটি রুপি কেটে ফেলেছে উইপোকা। একটি পুরাতন ভবনে অবস্থিত ওই ব্যাংকের ব্যবস্থাপক সিন্দুকের কক্ষে ঢুকে পরীক্ষা করতে গিয়ে এ অকল্পনীয় ক্ষতির বিষয়টি আবিষ্কার করেন।



লক্ষ্ণৌয়ের পুলিশ কর্মকর্তা নবনীত রানা সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ইস্পাতের সিন্দুকের মধ্যে রাখার পরও কী করে সেখানে উইপোকা ধরল তা তদন্তের বিষয়। টাকাগুলো গত জানুয়ারিতে রাখা হয়েছিল বলে জানান তিনি। অবশ্য এর আগেও উইপোকা ওই ব্যাংকের আসবাব এবং নথিপত্র নষ্ট করেছিল।

লক্ষ্ণৌ থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বারাবনকিতে অবস্থিত ওই ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। লক্ষ্ণৌ ভারতের উত্তর রদেশ রাজ্যের রাজধানী।

ভারতের নিয়ম অনুযায়ী কোনো ঘটনার তদন্তের আগেই পুলিশ মামলা করতে পারে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।