পেশোয়ার: পাকিস্তানের আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তির সংখ্যা ৮৯ জনে পৌঁছেছে। শনিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের তালেবান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিয়েছে। একইসঙ্গে আরও হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি।
শুক্রবার চরসাদ্দা জেলার শবকদর অঞ্চলে এ হামলায় প্রাথমিকভাবে ৮০ নিহত হয় বলে জানানো হয়। এতে আহত ১৪০ ব্যক্তির মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেনকে গুলি চালিয়ে হত্যা করে। লাদেন হত্যার পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।
জেলার পুলিশপ্রধান নিসার খান মারওয়াত বলেন, ‘নিহতের সংখ্যা ৮৯ জনে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক। আরও চারটি মৃতদেহ টুকরো টুকরো হয়ে গেছে। ফলে তাদের পরিচয় জানা যায়নি। ’
শবকদর অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত মোহমান্দের পার্শ্ববর্তী, এলাকাটি আল কায়েদার প্রধান ঘাঁটি বলে ওয়াশিংটন মনে করে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ১৪, ২০১১