ঢাকা: উত্তর প্রদেশের এলাহবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৪৭ মিনিটে এলাহবাদ থেকে ১৮ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে রুটিন প্রশিক্ষণে অংশ নিতে বিমানটি এলাহবাদ থেকে উড়াল দেয়।
দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলট দু’জন নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন।
চলতি বছর এ নিয়ে বিমান বাহিনীর দু’টি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হল। গত মার্চে হরিয়ানার কুরুক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্লেনটির পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন।
দ্বি-ইঞ্জিন বিশিষ্ট জাগুয়ার প্লেন ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এর সঙ্গে দু’টি ৩০ মিলিমিটার মেশিনগান সংযুক্ত থাকে। সেই সঙ্গে প্লেনটি দু’টি আর-৩৫০ ম্যাজিক সিসিএমসহ প্রায় পাঁচ হাজার কেজি’র আলাদা ভার (বোমা অথবা জ্বালানি) বহনে সক্ষম বলে নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫/ আপডেট: ১১০৯ ঘণ্টা
আরএইচ