টোকিও: ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের একজন শ্রমিক (৬০) শনিবার মারা গেছেন। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) তার মৃত্যুর কারণ জানায়নি।
টেপকোর মুখপাত্র জানায়, নাওউকি মাতসুমোতো জানান, ওই শ্রমিকটি ফুকুশিমায় দাই-ইচি পরমাণু চুল্লিতে সরঞ্জামাদি বহন করা কাজ করছিলেন। শনিবার তিনি মারা যান।
মাতসুমোতো বলেন, তারা এখনো তার মৃত্যুর কারণ জানতে পারেননি। তার শরীরে ক্ষতিকর তেজষ্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি বলেন, তার পুবো শরীর নিরাপত্তা আবরণ (মাস্ক), দস্তানা তেজষ্ক্রিয়-প্রতিরক্ষা জামা ছিল।
পরমাণু কেন্দ্রটির যে ভবনে ওই শ্রমিক কাজ করছিলেন, সেই ভবনটি তেজষ্ক্রিয় আক্রান্ত পানি জমা করে রাখার কাজে ব্যবহৃত হয়।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের অনুরোধে চুবু ইলেকট্রিক পাওয়া কোম্পানি তাদের হামাওকা পরমাণু চুল্লিটি শনিবার বন্ধ করে দিয়েছে। গত সপ্তাহে নাওতো কান শিজুওকা অঞ্চলের নিরাপত্তার বিবেচনায় এ অনুরোধ করেন। বিদ্যুৎকেন্দ্রটি রাজধানী টোকিওর ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
গত ১১ মার্চ জাপানে ইতিহাসের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ৩০ সহস্রাধিক মানুষ নিহত ও নিখোঁজ হয়। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় আরও কয়েক লাখ মানুষ। অবকাঠামো, ভবন, গাছপালা কোনো কিছুই সুনামির আঘাত থেকে রক্ষা পায়নি।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১১