নয়াদিল্লি: বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন তার সৃষ্টিকর্মের নতুন করে উৎসাহ পাচ্ছেন কোথায়? উত্তরে আসবে, সম্প্রতি পশ্চিমবঙ্গে বামদুর্গে ধস নামিয়ে রাজনীতিক মমতা ব্যানার্জি।
দোহায় বসবাসী এ শিল্পী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির সাদা-কালো রেখাচিত্র এঁকেছেন।
হুসেনের ভারতমাতা ও গজগামিনির ধাঁচে মমতাকে আরও ক্ষীণকায় ও মোহনী রূপ দেওয়া হয়েছে। মমতাকে দেবী দুর্গার ঢঙে আঁকা এ শিল্পকর্মে উড়ন্ত শান্তির পায়রা ও রয়েল বেঙ্গল টাইগার রয়েছে।
জননেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী মমতাও একজন প্রশংসনীয় শিল্পী। নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি এর ব্যয়ভার মেটাতে বেশ কয়েকটি চিত্রকর্ম বিক্রিও করেন।
গত শতকের নব্বইয়ের দশকে মকবুল ফিদা হুসেইন ধারাবাহিক শিল্পকর্ম গজগামিনির জন্য ব্যাপক সমালোচিত হন। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রতি অনুপ্রাণিত হয়ে তিনি ছবিগুলো আঁকেন। পরে মাধুরীকে তিনি একটি চলচ্চিত্রও নির্মাণ করেন।
ভারতের সবচেয়ে সম্মানীত ও সৃজনশীল শিল্পী মকবুল ফিদা হুসেন ২০০৬ সালে দেশ ত্যাগে বাধ্য হন। ভারতমাতা ও বিবসনা ভারতীয় দেবীর চিত্রকর্ম তৈরির বিরুদ্ধে ভারতজুড়ে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর তোপের মুখে পড়েন তিনি। বলা হয়, তার আঁকা এসব ছবি ভারতের কট্টর হিন্দুদের ভীষণ আঘাত করেছে। এ নিয়ে আইনী লড়াই শুরু হলে ফিদা হুসেন আত্মনির্বাসনে ইংল্যান্ডে চলে যান। দুবাই ও লন্ডনে তার কাজ চালিয়ে যেতে থাকেন। গত বছর দুবাই সরকার তাকে দেশটির নাগরিকত্ব নেওয়ার আহ্বান জানালে তিনি তা গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ১৪, ২০১১