ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিহত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের হিট লিস্টে ছিলেন। ২ মে অভিযানের সময় পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের বাসভবন থেকে উদ্ধার করা নথিপত্রে এমন তথ্য মিলেছে।
প্রতিবেদনে বলা হয়, নথিগুলোতে মার্কিন প্রেসিডেন্টকে ইঙ্গিত করা হয়েছে। তবে সরাসরি ওবামার নাম উল্লেখ নেই।
উদ্ধার করা নথি ও ইলেক্ট্রনিক ড্রাইভগুলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত অভ্যন্তরীণ টাস্ক ফোর্স পরীক্ষা-নীরিক্ষা করছে।
একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আল কায়েদা ওবামাকে হত্যার পরিকল্পনা করে।
উল্লেখ্য, পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে একটি তিনতলা বাড়িতে প্রায় ছয় বছর ধরে আত্মগোপনে ছিলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। গত ২ মে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের অভিযানে তিনি নিহত হন। এ বাড়ি থেকে নেভি সিল বিপুল পরিমাণ নথি-পত্র জব্দ করে যার মধ্যে কম্পিউটার হার্ডডিস্ক ও ফ্ল্যাশ মেমোরিও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৪, ২০১১