ঢাকা: প্রতিদিনের নিজের সব উল্লেখযোগ্য ঘটনা কিংবা বিষয়গুলো অনবরত ফেসবুক/টুইটারে পোস্ট করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকেই। আর ডিজিটাল জগতে নিজের বিচরণের ষোল আনা পূর্ণ করতে বুধবার নিজের নামে অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করলেন নরেন্দ্র মোদি।
এ অ্যাপটির মাধ্যমে তার দেশের জনগণ তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে মেসেজ কিংবা ইমেইলের মাধ্যমে আর পাঠাতে পারবে যে কোন বিষয়ে তাদের ভাবনা কিংবা প্রত্যাশ্যার কথা।
অ্যাপ চালুর খবর তিনি তার ফেসবুক ও টুইটারেই ঘোষণা দিয়ে বললেন, "নরেন্দ্র মোদি" চালু হলো। মোবাইলেও সংযুক্ত থাকুন। এই অ্যাপটির বেশকিছু উদ্ভাবনী বৈশিষ্ট রয়েছে। গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে, যেকোন প্রতিক্রিয়া সাদরে গ্রহণ করা হবে। "
অ্যাপটি এখান থেকে ডাউনলোড করুন
https://play.google.com/store/apps/details?id=com.narendramodiapp
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
একেএ/