ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্জিয়ায় মানুষ হত্যাকারী বাঘকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
জর্জিয়ায় মানুষ হত্যাকারী বাঘকে গুলি করে হত্যা

ঢাকা: জর্জিয়ায় চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া বাঘের আক্রমণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

পরে পুলিশ বাঘটিকে গুলি করে হত্যা করে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।

জর্জিয়ার স্বরাষ্ট মন্ত্রণালয় জানায়, বাঘের আক্রমণে একজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার পর পুলিশ বাঘটিকে পাকড়াও করে। এরপর তাকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হলে গুলি করে হত্যা করা হয়।  

দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ভাকতাং গোমলাউরি বলেন, বাঘটিকে শান্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তা সম্ভব হয়নি কারণ সে খুবই আক্রমণাত্মক ছিল। তাই বাধ্য হয়েই বন্দুক ব্যবহার করেছি।
 
কয়েকদিন পালিয়ে থাকার পর একটি গুদামঘর থেকে বাঘটিকে আটক করা হয় বলে জানান তিনি।

গত সপ্তাহে জর্জিয়ার তিবলিসি চিড়িয়াখানা প্লাবিত হওয়ার পর বেশ কিছু সংখ্যক প্রাণী পালিয়ে যায়।

এরপর থেকে দেশটির স্বরাষ্ট মন্ত্রণালয়ের জারিকৃত সতর্কতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএন/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।