ঢাকা: ইয়েমেনের রাজধানী সানার কয়েকটি মসজিদে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে সরকারি সূত্রে বলা হয়েছে।
স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের বরাতে বলা হয়, (১৭ জুন) হামলাকারী অন্তত দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ২০ জনের বেশি প্রাণ হারায়। খবর: বিবিসির।
এদিকে, হুথি বিদ্রোহীদের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত কথিত ভবনও এ হামলার শিকার হয়েছে।
এরআগে চলতি বছরের মার্চ মাসে আইএস জঙ্গিদের মসজিদে হামলার ঘটনায় অন্তত ১৩০ জন নিহত হয়েছিল।
মার্চের ওই হামলায় ক্ষতিগ্রস্ত আল হাসহুশ নামে এক মসজিদে বুধবারও (১৭ জুন) বোমা হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যখন মানুষ সন্ধ্যায় নামাজের জন্য সমবেত হচ্ছিল তখনই এ বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে, অনলাইনে পোস্ট করা এক বিবৃবিতে আইএস এ হামলার দায় স্বীকার করে বলেছে, সানার দুই অঞ্চলের চারটি গাড়ি বোমা বিস্ফোরণ লক্ষ্য ছিল, নামাজী, বাড়িঘর ও শিয়া হুথি বিদ্রোহীদের ভবন।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫/আপডেট: ০২০৯ ঘণ্টা
এসআর