ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন গির্জায় গুলি, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
মার্কিন গির্জায় গুলি, নিহত ৯ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় ঐতিহাসিক এক কালো গির্জায় গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।



স্থানীয় সময় বুধবার (১৮ জুন) রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) এমানুয়েল আফ্রিকান মেথোডিস্ট বিশপ চার্চে এক ব্যক্তি গুলি চালায় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৮ জন হতাহত হয়েছেন।

এক টুইট বার্তায় চার্লসটন পুলিশ জানায়, সন্দেহভাজন এক শ্বেতাঙ্গকে খুঁজছে পুলিশ। তবে সে নারী, না পুরুষ- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আনুমানিক ২১ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল ধূসর শার্ট, নীল জিন্স ও টিম্বারল্যান্ড বুট।

সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিই ওই বন্দুকধারী কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

চার্চে গুলির ঘটনাকে ‘ব্যাখ্যার অতীত’ ও ‘হৃদবিদারক’ ঘটনা বলে মন্তব্য করেছেন চার্লসটন মেয়র জো রিলে।

১৯ শতকে নির্মিত এমানুয়েল আফ্রিকান মেথোডিস্ট বিশপ চার্চ যুক্তরাষ্ট্রের পুরাতনতম একটি গির্জা। এর অন্যতম প্রতিষ্ঠাতা ডেনমার্ক ভেসে ১৮২২ সালের দাস বিদ্রোহের নেতা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫/ আপডেট: ১১০৫ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।