ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের নির্বাচন সংস্কার প্রস্তাব হংকংয়ের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
চীনের নির্বাচন সংস্কার প্রস্তাব হংকংয়ের প্রত্যাখ্যান ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের নির্বাচন সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হংকংয়ের আইনপ্রণেতারা।

বৃহস্পতিবার (১৮ জুন) চীনের নির্বাচন সংস্কার প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয় হংকংয়ের বিধানসভায়।



বিলটি পাশ হতে বিধানসভায় ন্যূনতম ৪৭ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু উপস্থিত ৩৭ আইনপ্রণেতার মধ্যে মাত্র আটজন এর পক্ষে ভোট দেন। ২৮ জন এর বিপক্ষে ভোট করেন। একজন আইনপ্রণেতা ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

বেইজিংয়ের এই প্রস্তাবটি হংকং বিধানসভায় পাশ হলে এর নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চীন তার প্রভাব খাটাতে পারতো। চীন সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব আসার পরপরই হংকংয়ের গণতন্ত্রপন্থিরা একে ‘ভুয়া গণতন্ত্র’ বলে আখ্যায়িত করে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।