ঢাকা: মুম্বাইয়ে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেল পর্যন্ত মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে সংবাদমাধ্যমে প্রকাশ।
বৃহস্পতিবার দিনগত রাতে মুম্বাই শহরতলীর লক্ষ্মীনগর বস্তিতে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন তারা।
মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নির বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে শহরের বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয় তাদের। চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছেন ৪১ জন।
এ ঘটনায় আরও ২০ জন গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের কেইএম ও শতাব্দী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
এই বিষাক্ত মদ প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আরও অনুসন্ধান চলছে বলেও জানায় মুম্বাই পুলিশ।
এর আগে ২০১১ সালে পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পানে ১৭০ জন, ২০০৯ সালের সেপ্টেম্বরে উত্তর প্রদেশে ৩০ জন, একই বছরে গুজরাটে ১০০ জন এবং ২০০৪ সালে মুম্বাইয়ে ৮৭ জন মারা যান।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫/ আপডেট: ১৮০২ ঘণ্টা
এসইউ/কেএইচ/