ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে মার্স আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
থাইল্যান্ডে মার্স আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডে শনাক্ত হওয়া মিডলইস্ট রেসপাইরেটরি সিনড্রম (মার্স) আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



ওই মুখপাত্র জানান, ওমান থেকে হৃদরোগের চিকিৎসা নিতে থাইল্যান্ড এসেছিলেন ৭০ বছর বয়সী এই রোগী। রাজধানী ব্যাংককের বাইরের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

মার্স আক্রান্ত হয়ে মৃত্যবরণকারী ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন এমন ৬০ ব্যক্তিতে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ঘটনায় জনসাধারণের উদ্দেশে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাজাতা রাজাতানাভিন বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শনাক্তরা আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে, মার্স আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত ২৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬৬ জন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।