ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যৌন হয়রানির অভিযোগে আইএমএফ প্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, মে ১৫, ২০১১
যৌন হয়রানির অভিযোগে আইএমএফ প্রধান গ্রেপ্তার

নিউইয়র্ক: হোটেল পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডোমিনিক স্ট্রাউস-কানকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র পুলিশ রোববার তাকে আটক করে।

তবে তার বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি। খবর বিবিসির।

নিউইয়র্ক বিমান বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র পল জে ব্রাউন জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ এখন তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে।

পর্তুগাল এবং গ্রিসের অর্থনৈতিক সঙ্কট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকে বসতে সোমবার  স্ট্রাউসের ব্রাসেলস যাওয়ার কথা ছিল।

এ লক্ষ্যে জন এফ কেনেডি বিমান বন্দর থেকে এয়ার ফ্রান্স বিমানে করে প্যারিস উদ্দেশে যাওয়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর সূত্র মতে, ম্যানহাটনের একটি হোটেলে অবস্থানকালে তিনি এক পরিচারিকাকে যৌন হয়রানি করেন।

বন্দরের মুখপাত্র পল জে ব্রাউন বলেন, ওই হোটেলে কর্মরত ৩২ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

ফ্রান্সের এ সাবেক অর্থমন্ত্রী সে দেশর সমাজতান্ত্রিক দলের অন্যতম নেতা এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনের তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।