ঢাকা: মুষলধারে বৃষ্টিতে থমকে গেছে মুম্বাইয়ের স্বাভাবিক জীবনযাত্রা। মৌসুমী বৃষ্টিতে ভারতের বাণিজ্যিক নগরী কার্যত অচল হয়ে গেছে।
ভারতের কয়েকটি দৈনিকের অনলাইন ভার্সনের প্রকাশিত হয়েছে বৃষ্টিতে শহরের রাস্তাঘাটে তলিয়ে যাওয়ার দৃশ্য। সেসব ছবি দেখলে মনে হবে বন্যা হানা দিয়েছে মুম্বাইয়ে। রাস্তার ডিভাইডার, ফুটপাতের দোকান পানির নিচে চলে গেছে। প্রাইভেট কার চলছে না তলিয়ে যাওয়ার ভয়ে।
অবস্থা অনুধাবন করে মুম্বাইয়ের সব ফ্লাইট ও ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। মোদ্দাকথা ভারি বর্ষণে মুম্বাইয়ের অবকাঠামো ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায়ও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মানুষজনকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে মুম্বাই ইউনিভার্সিটির সব পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
কেএইচ/