ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৫
সিরিয়ায় সংঘর্ষে নিহত ৪২ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২০ জন বিদ্রোহী যোদ্ধা।



রোববার (২১ জুন) দেশটির আলেপ্পোয় উত্তরাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় আলেপ্পোয় অন্তত আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া উম আল-কুরা গ্রামে সংঘর্ষে নিহত হয়েছে আরও অন্তত ২০ জন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এএটি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।