ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪০ হাজার অভিবাসীকে ভাগ করে নেবে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
৪০ হাজার অভিবাসীকে ভাগ করে নেবে ইউরোপ ছবি: সংগৃহীত

ঢাকা: সমুদ্রপথে ইতালি ও গ্রিসে পৌঁছানো অভিবাসীদের মধ্য থেকে ৪০ হাজার অভিবাসীকে অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।



বৈঠকে ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানান, আগামী দুই বছরে এই ৪০ হাজার অভিবাসীকে ভাগ করে নেওয়া হবে।

তিনি বলেন, তবে অভিবাসীদের ভাগ করে নেওয়ার এই প্রক্রিয়ায় দেশগুলোর জন্য মাথাপিছু কোনও কোটা বা বাধ্যবাধকতা থাকবে না। কেবল সংহতির মধ্য দিয়েই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারি।

বৈঠকে আরো ২০ হাজার অভিবাসীকে ইউরোপের ‍বাইরে পুনর্বাসনের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছান ইইউ নেতারা।  

চলতি বছরে ইতালিতে ৬২ হাজার এবং গ্রিসে ৬৩ হাজার অবৈধ অভিবাসী অনুপ্রবেশ করেছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এসইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।