ঢাকা: মেক্সিকোর মন্টেরির উত্তর-পশ্চমাঞ্চলের গার্সিয়া শহরে একটি বিয়ার বিতরণ কেন্দ্রে শুক্রবার (১৯ জুন) অস্ত্রধারীদের গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন।
শনিবার (২০ জুন) ভোরে দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।
এ হামলায় ঘটনাস্থলেই সাত জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তারও নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, অস্ত্রধারীরা বিয়ার বিতরণ কেন্দ্রের কর্মীদের কাছে অর্থ দাবি করে তাদের গুলি করে হত্যা করে।
মেক্সিকোর নিয়োভো লিয়ন রাজ্যেরে অ্যাটর্নি জেনারেল জাভিয়র ফ্লোরেস এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পরিকল্পিত এ হামলায় সম্ভাব্য জড়িত সন্ত্রাসীদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নিহত সবাই ওই বিয়ার বিতরণ কেন্দ্রের কর্মী বলে ধারণা করা হচ্ছে।
মেক্সিকোর নিয়োভো লিয়ন রাজ্যে সম্প্রতি মাদক প্রচার সহিংসতা মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে বিগত কয়েক মাসে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২০, ২০১৫
টিআই