ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএমএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১১
আইএমএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিউইয়র্ক: হোটেল পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে আটক আইএমএফ প্রধান ডোমিনিক স্ট্রাউস কানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক পুলিশ তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেছে।



রোবাবর এয়ার ফ্রান্সের একটি বিমানে প্যারিস যাওয়ার প্রাক্কালে নিউইয়র্কে জন এফ কেনেডি বিমান বন্দর থেকে স্ট্রাউসকে আটক করা হয়।

নিউইয়র্ক বিমান বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র পল জে ব্রাউন জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ এখন তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে।

পর্তুগাল এবং গ্রিসের অর্থনৈতিক সঙ্কট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকে বসতে সোমবার  স্ট্রাউসের ব্রাসেলস যাওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর সূত্র মতে, ম্যানহাটনের একটি হোটেলে অবস্থানকালে তিনি এক পরিচারিকাকে যৌন হয়রানি করেন।

বন্দরের মুখপাত্র পল জে ব্রাউন বলেন, ওই হোটেলে কর্মরত ৩২ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

ফ্রান্সের এ সাবেক অর্থমন্ত্রী সে দেশের সোশালিস্ট পার্টির অন্যতম নেতা এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ব্রাউন জানান, স্ট্রাউসকে যৌন অপরাধ আইন, ধর্ষণ চেষ্টা এবং বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে।

বাউন জানান, টাইমস স্কয়ারে সোফিটেল হোটেলে অবস্থাকালে মি. স্ট্রাউস ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। ওই পরিচারিকা জানিয়েছেন স্ট্রাউস বাথরুম থেকে উলঙ্গ অবস্থায় বেরিয়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তাকে একটি কক্ষে আটকে রেখে যৌন নির্যাতনের চেষ্টা করে। ওই নারী সামান্য আহত হয়েছেন বলে জানান ব্রাউন।

তিনি আরো জানান, এ ঘটনার পরই স্ট্রাউস দ্রুত হোটেল ত্যাগ করেন। তাড়াহুড়ো করতে গিয়ে তিনি মোবাইল ফোন এবং ব্যক্তিগত আরো কিছু জিনিস হোটেল কক্ষে ফেলে গেছেন।

এর আগে ২০০৮ সালে আইএমএফ’র একজন নারী কর্মকর্তার সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন স্ট্রাউস। ওই নারীকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গিয়েছিল। পরে অবশ্য তিনি ভুল স্বীকার করেছেন।

এ ব্যাপারে আইএমএফ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।