করাচি: পাকিস্তানের করাচিতে সোমবার সৌদি আরবের একজন কূটনীতিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুইজন বন্দুকধারী। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
এর আগে গণমাধ্যমগুলো ওই নিহত কূটনীতিককে নিরাপত্তা কর্মী বলে খবরে জানিয়েছিল। হামলার সময় তিনি কনস্যুলেট অফিসে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।
পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আল-ঘাদির সংবাদ মাধ্যমকে বলেন, নিহত ওই ব্যক্তি একজন কূটনীতিক। সৌদি দূতাবাসের গণমাধ্যম বিভাগ থেকে একই তথ্য জানানো হয়েছে। করাচির পুলিশ জানিয়েছে, তার নাম হাসান আল-খাতানি। প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শরফুদ্দিন মেমন জানান, আল-খাতানি কনস্যুলেটের একজন কর্মকর্তা।
রাষ্ট্রদূত আল-ঘাদির বলেন, ‘আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলা যেই চালাক না কেন সে মুসলমি হতে পারে না। ’
পুলিশ জানিয়েছে, হামলার সময় আল-খাতানি গাড়িতে একাই ছিলেন। পুলিশ কর্মকর্তা জামির হোসেন আব্বাসি বলেন, ‘মোটরসাইকেল যোগে দুইজন বন্দুকধারী এ হামলা চালায়। হামলায় ৯ এমএম পিস্তল ব্যবহার করা হয়েছে। ’
সিন্ধু প্রদেশের পুলিশপ্রধান ফায়াজ লেঘারি বলেন, ‘ঘটনাস্থলেই বহু বুলেট গায়ে লাগে। সেখানেই তার মৃত্যু হয়। ’ সিন্ধু প্রদেশের রাজধানী করাচি।
লেঘারি বলেন, ‘ঘটনাটি অ্যাবোটাবাদের অভিযানের সঙ্গে সম্পৃক্ত কি না তা তদন্ত করছি। ’ গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেনকে হত্যা করা হয়। এরপর জঙ্গি তালেবান হত্যার বদলায় নেওয়ার হুমকি দেয়। এরইমধ্যে তালেবানের প্রতিশোধমূলক একটি হামলায় ৮৯ জন পাকিস্তানি নিহত হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘পাকিস্তানি সরকারের ওপর আমাদের আস্থা রয়েছে। তারা সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিচার করবে। ’
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এটা একটি অপরাধমূলক তৎপরতা। ঘটনার তদন্তে সৌদিও অংশ নেবে বলে জানায়।
এর আগে নাম প্রকাশ না করার শর্তে একজন সৌদি কর্মকর্তা জানান, কনস্যুলেট অফিস থেকে এক কিলোমিটার দূরত্বে তার গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালালে একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। তবে নিহত ওই ব্যক্তি দূত পদমর্যাদার ছিলেন কি না সেবিষয়ে নিশ্চিত করে তিনি কিছু বলেননি।
এ হামলার কয়েকদিন আগে সৌদি কনস্যুলেট অফিস লক্ষ্য করে দুটি গ্রেনেড ছোড়া হয়। তবে সে ঘটনায় হতাহত হয়নি।
জঙ্গিগোষ্ঠী আল কায়েদা সৌদি সরকারের বিরোধী এবং সংগঠনটির প্রধান ওসামা বিন হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে জঙ্গিরা। গত ২ মে লাদেনকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৬, ২০১১