ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারাম হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
নাইজেরিয়ায় বোকো হারাম হামলায় নিহত ৪০ ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার বর্ন রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের দু’টি গ্রামে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।



বৃহস্পতিবার (২৫ জুন) সকালে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারাম গুলিবষর্ণ ও অগ্নিসংযোগ চালিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

তবে এ হামলায় দায় প্রাথমিকভাবে কেউ স্বীকার করেনি।

স্থানীয়রা জানান, প্রায় ৩০ জঙ্গি মোটরসাইকেল ও পিকআপ ভ্যান যোগে গত সোমবার ও মঙ্গলবার বর্ন রাজ্যের দিবিরো হাউল ‍এবং দিবিরো বিউ নামে পৃথক দু’টি  গ্রামে এসে গুলিবষর্ণ ও অগ্নিসংযোগ ঘটায়। এ সময় তারা স্থানীয় দোকানপাট এবং বাড়িতে লুটপাটও করে।

দেবিরো হাউল গ্রামের বাসিন্দা উমারু মার্কুস বলেন, বিদ্রোহী জঙ্গিরা গ্রামবাসীদের গুলি করে হত্যার পর বাড়িতে এবং দোকানগুলো লুট করে অগ্নিসংযোগ ঘটায়।

গত এক মাসে বর্ন রাজ্যের গুজবা জেলায় বিভিন্ন হামলা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় প্রায় ২৫০ জন মানুষ নিহত হয়েছেন

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৫ ( আপডেট: ১০০৭)
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।