ঢাকা: প্রচণ্ড তাপদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র সিন্ধুতেই মারা গেছেন এক হাজার ১১ জন।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সিন্ধুতে মারা যাওয়া এক হাজার ১১ জনের মধ্যে বুধবারই (২৪ জুন) মারা গেছেন ২২৯ জন। প্রদেশটিতে মোট মৃতের সাড়ে নয়শ জনই করাচির বাসিন্দা।
এদিকে, বুধবার থেকে তাপদাহ খানিকটা কমে আসায় সিন্ধু এলাকায় খানিকটা স্বস্তি মিলেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হাসপাতালগুলোয়ও নতুন রোগী ভর্তি হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। টানা এক সপ্তাহের তাপদাহ শেষে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ও সর্বনিন্ম তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতাও বেড়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকবে।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএইচ