নিউইয়র্ক: যৌন হয়রানির অভিযোগে আটক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডোমিনিক স্ট্রাউস কানের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এরপর সোমবার তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে হাজির করা হবে।
রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও অভিযোগের প্রমাণ পেতে তার এই পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালতে তার শুনানি সোমবার পর্যন্ত স্থগিত করারও নির্দেশ দেন।
নিউইয়র্কের ম্যানহাটনের একটি হোটেলের একজন নারী কর্মকর্তা স্ট্রাউস কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এরপর রোববার দুইজন গোয়েন্দা কর্মকর্তা হাতকড়া পরিয়ে তাকে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
কানের আইনজীবী উইলিয়াম টেইলর বলেন, ‘আমাদের মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বৈজ্ঞানিক ও ফরেনসিক পরীক্ষা দিতে সম্মত হয়েছেন। ’ তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ গঠন করা হয়েছে। টেইলর বলেন, তিনি ক্লান্ত তবে বেশ ভাল আছেন।
এর আগে কানের আরেক আইনজীবী বেনজামিন ব্রাফম্যান বলেন, তার মক্কেল দোষ স্বীকার করবেন না। কান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন বলেও তিনি জানান।
আইএমএফ কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করবেন কানের ডেপুটি জন লিপস্কি। তবে ফ্রান্সের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্টপ্রার্থী কানকে আইএমএফ প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হবে গুজব ছড়িয়েছে।
এরইমধ্যে অভিযোগকারী ৩২ বছর বয়সী নারী পুলিশি হেফাজতে থাকা কানকে রোববার চিহ্ন্তি করেছেন। পুলিশের মুখপাত্র রায়ান সেসা বলেন, কানের বিরুদ্ধে হোটেল কক্ষে একজন নারীর ওপর অপরাধমূলক যৌন আচরণ, তাকে অবৈধভাবে আটকে রাখা, ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১১