চেন্নাই: এআইএডিএমকে দলের নেত্রী জয়ললিতা সোমবার ভারতের তামিল নাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ভারতের দৈনিকগুলোয় এ খবর বেরিয়েছে।
একইস্থানে তিনি ১৯৯১ সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তামিল নাড়ুর গভর্নর সুরজিৎ সিং র্বণালা জয়ললিতা (৬৩) ও অন্যদের ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করান।
ভারত স্বাধীন হওয়ার পর রাজ্যে এটাই সবচেয়ে বড় মন্ত্রিসভা হতে যাচ্ছে। জয়ললিতা তার দায়িত্ব হিসেবে স্বরাষ্ট্র ও পুলিশ বিভাগকে বেছে নিচ্ছেন বলে জানা গেছে।
সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জয়ললিতার জোট ২৩৪টি আসনের মধ্যে ২০০টি পেয়েছে। নিরঙ্কুশ এ বিজয়ের পর তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
জয়ললিতার মন্ত্রিসভার অভিজ্ঞ ও তরুণ দুই ধরনের সদস্য রয়েছে। তবে মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য প্রথমবারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১৬, ২০১১