মিরানশাহ: আফগানিস্তান থেকে ন্যাটোর দুটি হেলিকপ্টার মঙ্গলবার পাকিস্তানি ভূখণ্ডের তল্লাশি চৌকিতে হামলা চালালে পাকিস্তানও এর পাল্টা জবাব দেয়। এই সংঘর্ষে দুইজন পাকিস্তানি সেনা আহত হয়।
পাকিস্তানি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ন্যাটো পাকিস্তানের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে। এ ব্যাপারে ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে দ্রুত আলোচনায় বসা হবে বলেও তিনি জানান।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সূত্র জানায়, দুটি হেলিকপ্টার লক্ষ্য করে দুইবার হামলা চালানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ (ন্যাটো) থেকেই সর্বপ্রথম হামলা চালানো হয়। তবে ন্যাটোর হেলিকপ্টার দুটি সীমান্ত অতিক্রম করেছিল কি না সে ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সম্প্রচার করা হয়, হেলিকপ্টার দুটি পাকিস্তানের ভূখণ্ড প্রায় ঢুকেই যাচ্ছিল। এসময় ভূমি থেকে গুলি করা হলে সেগুলো পিছু হটে এবং পাল্টা গুলি ছুড়ে। হেলিকপ্টার থেকে খসে পড়া টুকরোর আঘাতে দুইজন পাকিস্তানি সেনা আহত হয়।
পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজল জেনারেল আতহার আব্বাস বলেন, ‘ন্যাটোর দুটি হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। আরেক গোয়েন্দা কর্মকর্তা জানান, উত্তর ওয়াজিরিস্তানের মূল শহর মিরানশাহ থেকে বেশ কয়েকটি হেলিকপ্তার ঘটনাস্থলের দিকে গেছে।
ন্যাটোর একজন মুখপাত্র জানান, তারা ঘটনাটির ব্যাপারে শুনেছেন এবং কী হয়েছে তা মূল্যায়ন করছেন।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দত্তখেলে মানববিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলার চালানো হয়। এলাকাটি জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের ঘাঁটি অঞ্চল হিসেবে পরিচিত। সোমবার একই অঞ্চলে ড্রোন হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ১৭, ২০১১