কাবুল: আফগান তালেবানের প্রধান নেতা মোল্লা মোহাম্মদ ওমর পাকিস্তানে নিহত হয়েছেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়া একটি টেলিভিশন প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে।
আফগানিস্তানের বেসরকারি টেলিভিশন তোলোনিউজ জানায়, দুই দিন আগে কোয়েটা থেকে উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার পথে মোল্লা ওমরকে গুলি করে হত্যা করা হয়।
গত ২ মে পাকিস্তানের আবোটাবাদে তালেবানের প্রধান মিত্র আল কায়েদা জঙ্গি সংগঠনের প্রধান ওসামা বিন লাদেন নিহত হন। মোল্লা ওমর ওসামা বিন লাদেনের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি ওসামার শ্বশুর।
এক চোখ হারানো বিশিষ্ট এ আফগান তালেবানের আধ্যাত্মিক গুরু ও স্বপ্নদ্রষ্টা । তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান সরকারের সুপ্রিম কাউন্সিলের প্রধান ছিলেন। ৯/১১ এর ঘটনার পর আল কায়েদার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী।
তালেবান অবশ্য মোল্লা ওমর নিহত হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদনে মোল্লা ওমরের নিহত হওয়ার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কে বা কারা, ঠিক কোথায় এবং কখন তাকে হত্যা করল এ ব্যাপারেও কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১১