ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় প্লেন বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৯, জুলাই ১, ২০১৫
ইন্দোনেশিয়ায় প্লেন বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪১ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় বিমানবাহিনীর একটি সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। প্লেনটিতে ১২ জন ক্রুসহ সব আরোহী মারা গেছেনে বলে আশঙ্কা করা হচ্ছে।



বুধবার (১ জুলাই) সকালে দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ১৪১ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) দেশটির উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেডানে ‘সি-১৩০ হারকিউলিস’ সামরিক পরিবহন প্লেনটি বিধ্বস্ত হয়।

দেশটির স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, উড্ডয়নের কিছুক্ষণ পরই প্লেনটি বিমান ঘাঁটি সংলগ্ন একটি আবাসিক এলাকার বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় প্লেনটিতে।

তবে প্রাথমিকভাবে প্লেনটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

এ বিষয়ে বিমান বাহিনীর চিফ অব স্টাফ আগুস সুপ্রিয়াতনা বলেন, উড্ডয়নের পরপরই টেকনিক্যাল সমস্যার কারণে ঘাঁটিতে ফিরে আসতে চেয়েছিলেন বিধ্বস্ত প্লেনের পাইলট।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।