ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত অন্তত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত অন্তত ৩৬ ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ফেরিটিতে ১৭৩ জন আরোহী ছিলেন।



বৃহস্পতিবার (০২ জুলাই) দেশটির অরমোক বন্দর ত্যাগ করার কিছু পরই এক কিলোমিটার দূরে ফেরিটি ডুবে যায় বলে কোস্টগার্ডের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়। উদ্ধার অভিযান শুরু হয়েছে।

১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন জানিয়ে অধিদফতরের এক কর্মকর্তা জানান, ১১৮ জনকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।