ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইএসের সম্ভাব্য হামলা ঠেকাতে বাহরাইনে কঠোর নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জুলাই ৩, ২০১৫
আইএসের সম্ভাব্য হামলা ঠেকাতে বাহরাইনে কঠোর নিরাপত্তা সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সম্ভাব্য হামলা প্রতিহত করতে বাহরাইনকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিশেষ করে, মসজিদগুলোয় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।



দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার (০৩ জুলাই) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ওই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা জোরদারে নিয়মিত বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্ভাব্য হামলা প্রতিহত করতে শুক্রবার দেশব্যাপী সব মসজিদেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

গত সপ্তাহে কুয়েতের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার পরপরই এক বিবৃতিতে আইএসের পক্ষ থেকে বাহরাইনে হামলার হুমকি দেওয়া হয়। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজ চলাকালে কুয়েতের ওই হামলায় ২৭ জন নিহত হন।

হামলার পরদিন গত শনিবার (২৭ জুন) এক টুইট বার্তায় আইএসের কমান্ডার তুর্কি আল-বিনালি বলেন, কুয়েতের পর পরবর্তী টার্গেট হতে পারে বাহরাইন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।