কায়রো: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্ত্রী সুজান তার সব সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা মেনা মঙ্গলবার এ তথ্য জানায়।
গণমাধ্যমে বেরিয়েছে, হোসনি মোবারক ও সুজান গ্রেপ্তার এড়াতে তারা তাদের সব সম্পত্তি রাষ্ট্রকে দিতে রাজি হয়েছেন। বিষয়টি তারা তাদের আইনজীবীকে বারবার বলেছেন।
এর আগে মোবারক ও তার দুই ছেলেকে দুর্নীতি, অবৈধ সম্পত্তি অধিকারে রাখা ও বিক্ষোভকারীদের গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আটক করা হয়। পরে স্ত্রী সুজানকেও আটক করে মিশরের সামরিক বাহিনী।
৭০ বছর বয়সী মিশরের সাবেক ফার্স্ট লেডিকে গত সপ্তাহে মোবারকের ক্ষমতা ব্যবহার করে সম্পত্তি কুক্ষিগত করার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে কায়রোর আদালতে ১৫ দিনের জন্য আটক করা হয়।
কায়রোর উপকূলে সাত লাখ ৪১ হাজার মার্কিন ডলারের মূল্যামানের বাড়ি এবং ২৮ লাখ ডলারের ব্যাংক অ্যাকাউন্ট রাষ্ট্রের কাছে জমা দিয়েছেন সুজান। এসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরও করেছেন তিনি।
এরইমধ্যে হোসনি মোবারকও তার ১৪ কোটি তিন লাখ মার্কিন ডলার ব্যাংক অ্যাকাউন্ট মিশরকে দিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ অর্থ আলেক্সান্দ্রিয়া গ্রন্থাগারের উন্নয়নের কাজে ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
মিশরের সাবেক এই প্রেসিডেন্ট ও তার পরিবারের বিরুদ্ধে মিশর ছাড়তে নিষেধাজ্ঞা জারি করেন আদালত এবং তাদের অর্থসম্পত্তিও জব্দ করা হয়। ৮৩ বছর বয়সী সাবেক রাষ্ট্রপ্রধান ও স্ত্রীকে এ মুহূর্তে শারম আল-শেখের হাসপাতালে আটকাবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই ছেলে আলা ও গামাল কায়রোর অদূরে এক কারাগারে আটক রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ১৭, ২০১১