ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ১৭, ২০১১
২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না ট্রাম্প

নিউইয়র্ক: আবাসন ব্যবসার মোঘল ও রিয়ালিটি টিভি শো তারকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন। ২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মনোনয়ন পাওয়ার চেষ্টার করবেন না।



মঙ্গলবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘খুব চিন্তা করে এবং বিভিন্ন জনের মতামত নিয়ে আমি প্রেসিডেন্টের অফিসে যাওয়ার জন্য লড়াই করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। ’ তিনি আরও বলেন, ‘ব্যবসার প্রতি আমার সবচেয়ে বেশি আগ্রহ। বেসরকারি খাত ছাড়ার জন্য প্রস্তুতও নই। ’

৬৪ বছর বয়সী ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই খোলাখুলি হোয়াইট হাউসের সমালোচনা করেন। বেশ কয়েক মাস ধরে তা চলে। এমনকি তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান নিয়েও প্রশ্ন উত্থাপন করেন। ওবামার জন্ম বিদেশে এমন অভিযোগ করে তিনি বলেন, প্রেসিডেন্ট তার জন্মসনদ লুকিয়ে রেখেছেন। পরে অবশ্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাউয়াই দ্বীপপুঞ্জের জন্মসনদ প্রকাশ করেন ওবামা।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা শুরু থেকেই বলছেন, ডোনাল্ড ট্রাম্প তার রিয়েলিটি টিভি অনুষ্ঠানের দর্শক বাড়াতে এ কৌশল নিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না।

ট্রাম্প বলেন, ‘খুব সহজেই এ সিদ্ধান্ত নিতে পেরেছি তা না বা এ নিয়ে আমার অনুতাপও নেই। আমার দৃঢ় বিশ্বাস, প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালে প্রাথমিক ও সাধারণ নির্বাচনে আমি জয়ী হতাম। ’

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।