ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, জুলাই ৪, ২০১৫
তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি ছবি: সংগৃহীত

ঢাকা: তিউনিসিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩৮ পর্যটক নিহতের এক সপ্তাহ পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ (৪ জুলাই) আরো পরের দিকে প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।



গত ২৬ জুনের ওই হত্যাকাণ্ডের পর পুরো দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনাস্থল সৌসে রিসোর্ট সেন্টারের ১ হাজার ৪০০ সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। নিহতদের মধ্যে ৩০ জনই ব্রিটেনের নাগরিক।

এদিকে ওই ঘটনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অবহেলার অভিযোগে উঠেছে।

পরে পুলিশের গুলিতে নিহত বন্দুকধারীর পরিচয় পাওয়া যায়। লিবিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ওই বন্দুকধারীর নাম সেইফেদদিনে রেজগুই।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫

কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।