মস্কো: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির একদল প্রতিনিধির সঙ্গে মঙ্গলবার রাশিয়া আলোচনায় বসছে। এতে মস্কোর কাছ থেকে পশ্চিমার বিশ্বের সঙ্গে চলমান সংঘর্ষের ব্যাপারে ত্রিপোলি হস্তক্ষেপ কামনা করবে বলে আশা করা হচ্ছে।
লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে পৃথক আরেকটি আলোচনায় বসার কথা রয়েছে রাশিয়ার। তবে কৌশলগত কারণে তা গোপন রাখা হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।
রাশিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দেয়নি। বিদ্রোহীদের জাতীয় আন্তর্বর্তী পরিষদকে (এনআইসি) লিবিয়ার জনগণের প্রকৃত প্রতিনিধি মনে করে না মস্কো।
মঙ্গলবার ন্যাটো বাহিনী ত্রিপোলির দুটি সরকারি ভবনে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দপ্তরও রয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
এদিকে, গত সোমবার আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি কর্নেল গাদ্দাফিকে গ্রেপ্তারের ব্যাপারে চাপ দিয়েছেন। প্রধান কৌঁসুলি লুইস মোরেনো-ওকাম্পো বলেন, বেসামরিক জনগণের ওপর হামলার জন্য কর্নেল গাদ্দাফি, তার ছেলে সাইফ আল-গাদ্দাফি এবং গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সানুসি দায়ী।
ত্রিপোলি সরকারের প্রতিনিধিরা মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসছেন। এ ব্যাপারে রাশিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ভিতালি নুমকিন বলেন, লিবিয়ার ব্যাপারে রাশিয়ার হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ত্রিপোলিকে সামরিক সহায়তা দেওয়া হবে না বলে নিশ্চিত করে বলেন। ভিতালি বলেন, ‘এটা পরিষ্কার যে, ত্রিপোলির উদ্যোগেই এ বৈঠক হচ্ছে। ’ লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে পশ্চিমা বিশ্বের প্রতি রাশিয়ার সমালোচনা বিবেচনা রেখে বলা হয়, গাদ্দাফির প্রতিনিধিরা রাশিয়ার সহায়তা চাইবে।
ধারণা করা হচ্ছে, বেনগাজি শহরে বিদ্রোহী ও সরকারের অস্ত্রবিরতির পূর্বশর্ত নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
সের্গেই লাভরভ সোমবার বলেন, ‘আমরা লিবিয়ার উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছি। সরকারি দূতরা আগামীকাল (মঙ্গলবার) মস্কোয় আসবেন। ’
গাদ্দাফির চার দশকের বেশি পুরনো শাসনব্যবস্থার বিরুদ্ধে গত মধ্য ফেব্রুয়ারিকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিদ্রোহী ও গাদ্দাফির অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষের কয়েক হাজার লোক নিহত হয়েছে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি পশ্চিমা দেশ লিবিয়ার ওপর বিমান হামলা শুরু করে। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর হামলা সত্ত্বেও লিবিয়া শক্তভাবেই এর জবাব দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১৭, ২০১১